সর্বশেষ

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

মানবজাতিকে ঝুঁকিতে ফেলতে পারে ৫০ হাজার বছরের পুরাতন ভাইরাস!

মানবজাতিকে ঝুঁকিতে ফেলতে পারে ৫০ হাজার বছরের পুরাতন ভাইরাস!


জম্বি ভাইরাসের নামে নতুন এক ভাইরাসের আতংকে কাপছে পুরো আমেরিকা।
২০২০ সালের ২১শে জানুয়ারি শুরু হওয়া করোনা মহামারিতে তৈরি হওয়া অর্থনৈতিক চাপ শেষ হওয়ার আগেই শুরু হয়েছে নতুন এক ভাইরাস।
এখন পর্যন্ত বিজ্ঞানীরা এর কোন ধরনের প্রতিকার বা টিকা আবিষ্কার করতে পারেনি। সাধারণত হরিণ রেন্ডিয়া এলক ও আমেরিকান হরিণের মাঝে প্রথমবারের মত এই জম্বি ভাইরাস দেখা গেছে। এই রোগ সরাসরি পশুর ব্রেইনে গিয়ে আক্রমণ করে, ফলে পশু ধীরে ধীরে ক্লান্ত হয়ে পরে ও চোখে ঝাপসা দেখতে শুরু করে। এমনকি তারা দল থেকে আলাদা হয়ে যায় এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়, শেষে তারা মারা যায়। 
তাই গবেষকরা এই ভাইরাসকে ভয়ংকর প্রাণঘাতী ভাইরাস হিসাবে বিবেচনা করেছেন। বিজ্ঞানীরা মনে করছেন, করোনার থেকেও শক্তিশালী ও দ্রুতগতিতে ছড়িয়ে পরেছে কানাডা ও আমেরিকার দেশগুলোতে। এর নাম জম্বি ডিআরডিজিস এটি খুব দ্রুতই ছড়িয়ে পরছে, তাই চিকিৎসকেরা সবাইকে সতর্ক করেছেন, কেননা তারা মনে করছেন এই জম্বি ভাইরাসটি খুব শিগগিরই মানুষকেও সংক্রমণ করতে পারে। মূলত জীবিত মানুষ ও পশুর মাঝে এই ভাইরাস প্রবেশ করলে যা জম্বি ভাইরাসের মত আচরন করতে শুরু করে। এই ভাইরাসে আক্রান্ত হলে হাঁটাচলা জম্বিদের মতই ধীরুজ হয়ে যায়, মুলত এই কারনেই গবেষকরা এই ভাইরাসের নাম জম্বি ডিআরডিজিস নামে আখ্যা দিয়েছেন। বিশেষজ্ঞদের দুশ্চিন্তার কারন এই ভাইরাস প্রানীর মস্তিষ্ক, মেরুদণ্ড ও অন্যান্য টিস্যুতে জমা হয়ে সংক্রমিত করে, যার ফলে ধীরে ধীরে স্নায়ু টিস্যুগুলো নষ্ট হতে থাকে, যার শেষ পরিনতি হয় মৃত্যু।